নাটোরে সড়ক দুর্ঘটনা: ওসি প্রত্যাহার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৯:১৫ | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৮, ১৬:৪৯

নাটোরের লালপুরে বাস-লেগুনা সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলিক অফিসে ইন্সপেক্টর পদে সংযুক্ত করা হয়েছে।

ওসিকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলেরর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, সামসুন নূরকে প্রত্যাহার করে বগুড়া অফিসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় গঠিত ৩ সদস্যের তদন্ত দল নাটোরে উদ্দেশে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গত ২৫ আগস্ট লালপুর উপজেলার কদিমচিলান নামক স্থানে বাস ও লেগুনার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ১৫ জন নিহত হন।

এ ঘটনায় বনপাড়া হাইওয়ে থানায় বাস ও লেগুনার চালক-হেলপারসহ ৭ জনকে আসামি করে মামলা হয়।

ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :