আবাসিক হোটেলে অভিযান, আটক ৩০

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৮, ১৭:৪৮

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জেলা শহরের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে সোচ্চার ফরিদপুর জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে শহরের দুইটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেল দুইটি থেকে ৩০ নারী-পুরুষ ও হোটেল ম্যানেজারকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

আদালত দুটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

অভিযানকালে অসামাজিক কার্যকলাপরত ১২ জন পুরুষ, ৮ জন নারী ও হোটেল ম্যানেজার দুইজনকে আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ কনডম ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

আটক হোটেলের দুই ম্যানেজারকে এক মাস করে ও অন্যদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালতের হাকিম।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/এলএ)