ম্যাক্সের এমডিসহ চার চিকিৎসকের জামিন

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৮, ২০:০৬

ব্যুরো প্রধান, চট্টগ্রাম

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন বেসরকারি ম্যাক্স হাসপাতালের এমডিসহ অভিযুক্ত চার চিকিৎসক।

সোমবার দুপুরে ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে হাইকোর্টের দেওয়া চার সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার এই চার চিকিৎসক আদালতে আত্মসমর্পণ করেন।

শুনানি শেষে ম্যাক্স হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সেন, শুভ্র দেবসহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী ও শিশু বিশেষজ্ঞ বিধান রায় চৌধুরীকে জামিন দেন বিচারক।

গত ২৯ জুন চট্টগ্রামে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিককন্যা রাইফার মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বাবা সাংবাদিক রুবেল খান ১৮ জুলাই চট্টগ্রামের চকবাজার থানায় একটি মামলা করেন।

ঢাকাটাইমস/২৭আগস্ট/ডিএম