১৫ বাড়ির বিদ্যুতের ‘লাইন কাটলেন’ প্রভাবশালী

আঞ্চলিক (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২১:৪৬ | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৮, ২১:০৫
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পূর্বক বিদ্যুতের লাইন কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন অবস্থায় কাটাচ্ছে ১৫টি অসহায় পরিবার। বাধ্য হয়ে গত ২৬ অগস্ট হাতীবান্ধা বিদ্যুৎ অফিসের আবাসিক নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২২ অগস্ট হাতীবান্ধা উপজেলার পারুলীয়া এলাকায় কামরুজ্জামানসহ ছয়জন প্রভাবশালী জোর পূর্বক বিদ্যুতের লাইন কেটে দেয়। তবে কি কারণে লাইন কেটে দেওয়া হয়েছে তা আমরা জানি না। আমরা পুনরায় লাইন সংযোগ করাতে চাইলে কামরুজ্জামান এতে বাধা দেন।

যেখানে সরকার ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার লক্ষ্যে কাজ করছে সেখানে প্রভাবশালী লোকের এমন কাজে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কামরুজ্জামান। তিনি বলেন, আমি কারো বিদ্যুতের লাইন কেটে দেইনি।

এ ব্যাপারে হাতীবান্ধা বিদ্যুৎ অফিসের আবাসিক নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দ্রুত বিদ্যুৎ লাইন দেয়ার ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :