জয়পুরহাটে ভারতীয় নাগরিকসহ পাঁচ অস্ত্র বিক্রেতা আটক

প্রকাশ | ২৮ আগস্ট ২০১৮, ০৮:৫৪

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটে ভারতীয় নাগরিকসহ পাঁচ অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি শুর্টারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার রাতে সদর উপজেলার জগদীশপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পিরোজপুর গ্রামের দেবেন মাহাতো ছেলে কেলীন মাহাতো (৩৫) , জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামের মুসলিম মন্ডলের ছেলে আমিনুল ইসলাম (৩২), খোরশেদ আলমের ছেলে আব্দুল মজিদ (২৭), সেকান্দার আলীর ছেলে ইয়াসিন আলী (২৭), মৃত মাইজ উদ্দিন মন্ডলের ছেলে মোতাহার মন্ডল (৩৫)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের জানান, আটককৃত অস্ত্র বিক্রেতারা ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। তারা অস্ত্র বেচা-কেনা করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি শুর্টারগান, দুই রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/প্রতিনিধি/জেবি)