ফতুল্লায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু, অবরোধ-ভাঙচুর

প্রকাশ | ২৮ আগস্ট ২০১৮, ০৯:২৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় সাকিব নামের ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ৬/৭টি ইজিবাইক ভাঙচুর করে। ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি আটক করে এলাকার পরিস্থিতি শান্ত করলেও গাড়ির চালককে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (২৭ আগস্ট) রাত ১টার দিকে শিশু সাকিব ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যায়। 

নিহত সাকিব ফতুল্লার পাগলা হাই স্কুল সংলগ্ন এলাকার হামিদের বাড়ির ভাড়াটিয়া মনু মিয়ার ছেলে। সে ওই এলাকায় তার মামার বাড়িতে থাকতো।

এর আগে সোমবার রাত ৯টার দিকে ফতুল্লার পাগলা হাই স্কুলের সামনে ইজিবাইকের চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে শিশু সাকিবকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পাঁচ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুর খবরে রাস্তা অবরোধ করে এলাকাবাসী। এ সময় ৬/৭টি ইজিবাইক ভাঙচুর করে তারা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের পিএসআই রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং গাড়ির চালককে আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমমস/২৮আগস্ট/প্রতিনিধি/জেবি)