ভোটে আসবে বিএনপি: নাসিম

প্রকাশ | ২৮ আগস্ট ২০১৮, ২০:৩৩ | আপডেট: ২৮ আগস্ট ২০১৮, ২০:৩৫

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

দশম সংসদ নির্বাচন বর্জন করলেও আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আসবে বলে আশা করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে গতবারের মতোই বিএনপির দাবি মানা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১৪ দলের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ক্ষমতাসীন জোটের মুখপাত্র নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে সব দলই অংশ নেবে। তবে বিএনপি অংশ নিবে কি না এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। গত নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে ভুল করেছিল, এবার তারা সে ভুল করবে না।’

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। আর সে দাবি এখনও তারা জানিয়ে যাচ্ছে।

তবে নাসিম জানিয়ে দেন, এই দাবি পূরণ হওয়ার নয়। বলেন, ‘সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে নির্বাচিত সরকারের অধীনেই পরবর্তি নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের দেশে একই পদ্ধতি নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এ সময় ১৪ দলের শরিক জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আগামী নির্বাচনে রাজাকার ও যুদ্ধাপরাধীর দল জামায়াত, রাজাকার, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার মাতা খালেদা জিয়াকে মাইনাস করা হবে।’

‘৭১-এর মুক্তিযুদ্ধে আমরা যাদের মাইনাস করেছিলাম, ৭৫-এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার পর রাজাকার, জঙ্গি ও সাম্প্রদায়িক চক্রকে প্লাস করা হয়েছিল।’

‘আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০১৮ সালের নির্বাচন হবে ৭৫-এর ১৫ আগস্ট প্লাস হওয়া রাজাকার, জামায়াত ও তাদের মাতা খালেদা জিয়াকে মাইনাস করার নির্বাচন। রাজাকার ও রাজাকারের মাতা খালেদা জিয়াকে মাইনাস করার যে কর্মযজ্ঞ চলছে তা শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা সবার অংশগ্রহণের নির্বাচন চায় অর্থাৎ তারা মূলত রাজাকার জামায়াত ও দণ্ডিত খালেদা জিয়াকে হালাল করতে চায়। ...নির্বাচনে কে আসলো আর কে আসলো না এটা কোন বিষয় না। সাংবিধানিকভাবে আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে দেন-দরবার বা মীমাংসার কিছু নেই।’

এর আগে ১৪ দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান নাসিম। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পরে মন্ত্রীরা আলাদা ভাবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

জাসদের একাংশের সভাপতি শরীফ নরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্র-এর যুগ্ম আহবায়ক অসিত বরণ রায়, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, গণ আজাদী লীগ সভাপতি এস কে সিকদার, জাতীয় পার্টি (জেপি) এজাজ আহম্মেদ মুক্তা, ন্যাপ এর যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসলাম খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুর হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৮আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি