‘ছোটবেলা থেকেই আমি ফাইটার’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৮, ১১:৩৬

বেস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড। তারপর নানা ঝামেলা এবং শেষে ব্রেকআপ। বলছি টলিউড নায়িকা সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও তার সাবেক বয়ফ্রেন্ড অভিনেতা জয় মুখোপাধ্যায় সম্পর্কে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেসব এখন শুধুই অতীত। ভেঙে গেছে তাদের সম্পর্ক।

সম্পর্ক ভাঙার জেরে গত ৬ জুলাই দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভেনিউয়ে সায়ন্তিকার গাড়ির সামনে ব্রেক কষে পথ আটকান জয়। প্রেমিকাকে মারধরের চেষ্টা করেন বলেও অভিযোগ। ওইদিন সন্ধ্যায় টালিগঞ্জ থানায় সায়ন্তিকার করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জয়কে। পরদিনই অবশ্য আলিপুর আদালত থেকে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান জয়।

ভেঙে যাওয়া সেই সম্পর্ক নিয়ে সম্প্রতি আনন্দবাজারের সাক্ষাতকারে প্রশ্নের মুখোমুখি হন নায়িকা। উত্তরে তিনি বলেন, ‘ব্রেকআপ আমাদের ভাগ্যে ছিল। আমরা দুজনেই পাবলিক ফিগার। যে সময়টা একসঙ্গে কাটিয়েছি, সেটা মনে রেখে জয়কে ছোট করতে চাই না। তবে ছোটবেলা থেকেই আমি ফাইটার। যেকোনো খারাপ অবস্থা সহ্য করার ক্ষমতা আমার আছে।’

সায়ন্তিকা আরও বলেন, ‘একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। কিন্তু সেটা আমার ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারবে না। বাবা আমাকে শিখিয়েছেন, জীবনের কঠিন মুহূর্তে ভেঙে পড়লে, তার থেকে আর বেরোনো যায় না। সেগুলো ঝেড়ে ফেললেই সামনের দিকে এগোনো যায়। সেই চেষ্টাই করছি। আমার মধ্যে এখন লড়াই করার জোর আগের চেয়ে অনেক বেশি।’

২০০৯ সালে ‘ঘর সংসার’ ছবির মাধ্যমে সায়ন্তিকার অভিনয়ে হাতেখড়ি। প্রায় ৯ বছরের ক্যারিয়ার। এই সময়ের মধ্যে যে জায়গায় পৌঁছানোর কথা ছিল, সেখানে পৌঁছাতে পেরেছেন কি না প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আমি স্লো অ্যান্ড স্টেডিতে বিশ্বাসী। দর্শকের ভালবাসায় যেখানে পৌঁছেছি, তাতেই সন্তুষ্ট। অনুশোচনা নেই। এ পর্যন্ত যে পৌঁছাতে পারব, সেটাও তো জানতাম না। ভাগ্যে যেটুকু ছিল সেটুকুই পেয়েছি।’

বর্তমানে তিনটি ছবি নিয়ে গঠিত ‘বাঘ বন্দি খেলা’ প্রজেক্টের ‘বাঘ’ অংশের কাজ করছেন সায়ন্তিকা। এই ছবিতে তার নায়ক জিৎ। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘নাকাব’ ছবিটি। যেটিতে তার নায়ক বাংলাদেশি সুপারস্টার শাকিব খান। শাকিবের বিপরীতে এটি সায়ন্তিকার প্রথম ছবি। রাজীব বিশ্বাসের পরিচালনার এ ছবিটি খুব শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ঢাকাটাইমস/২৯ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :