শহিদুলের জামিন শুনানি আগামী সপ্তাহে

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৮, ১৪:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন শুনানির জন্য আগামী সপ্তাহ নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে শহিদুলের জামিন আবেদন উপস্থাপন করেন ব্যারিস্টার সারা হোসেন।

এ সময় আদালত বলেন, শহিদুল আলমের বিষয়ে আমরা আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ডিভিশনগুলো দেখি, এরপর আগামী সপ্তাহে শুনানি করা যাবে।

এ সময় ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার হাইকোর্টে শহিদুল আলমের জামিন বিষয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

এ বিষয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশে মামলটি বিচারিক আদালতে জামিনের আবেদনের জন্য রয়েছে। কিন্তু বিচারিক আদালতে মামলার ধীরগতির কারণে হাইকোর্টে জামিন আবেদন করেছি। আদালত বলেছেন, আগামী সপ্তাহে শুনানি করা হবে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ৫ আগস্ট রাতে ধানমণ্ডির বাসা থেকে শহীদুল আলমকে গোয়েন্দ (ডিবি) পুলিশের সদস্যরা তুলে নিয়ে যান বলে অভিযোগ করে তার পরিবার। পরের দিন ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাঁকে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।

এর মধ্যেই সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন।

এদিকে মঙ্গলবার আলোকচিত্রী শহীদুল আলমকে মুক্ত করে দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী। কাউকে বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলারও আহ্বান জানান।

ঢাকাটাইমস/২৯আগস্ট/ডিএম