ঢাবিতে ভর্তির আবেদন বেড়েছে, প্রতি আসনে ৩৮

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৮, ১৭:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির জন্য এবার আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। প্রতি আসনে এবার লড়বে গড়ে ৩৮ জন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস এ তথ্য জানায়।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে এবার মোট ৭ হাজার ১২৮টি আসন রয়েছে। এর বিপরীতে মোট ২ লাখ ৭২ হাজার ৫১২ জন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। অর্থাৎ প্রতিটি আসনের জন্য লড়বেন ৩৮ জন শক্ষার্থী।

গত শিক্ষাবর্ষের চেয়ে এবার আবেদনকারী বেড়েছে ৯৪৪৩ জন। গত বছর এই পাঁচ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৬৩ হাজার ৬৯। আসনপ্রতি প্রতিযোগী ছিলেন ৩৭ জন।

গতকাল মঙ্গলবার (২৮ আগস্ট ) বেলা দুইটায় অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

এবার আসনপ্রতি সবচেযে বেশি আবেদনকারী চ-ইউনিটে ১৮৬ জন। সবচেয়ে কম খ-ইউনিটে ১৫ জন।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, ক-ইউনিটের ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯৭০ জন (প্রতি আসনে ৪৭), খ-ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২৫০ জন (প্রতি আসনে ১৫), গ-ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫৩৪ জন (প্রতি আসনে ২২), ঘ-ইউনিটের ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬১৪ জন (প্রতি আসনে ৬২) এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৪ জন ( প্রতি আসনে ১৮৬) আবেদন করেছেন।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটের ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটের ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ১২ অক্টোবর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর ও অংকন ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বেলা তিনটা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বেলা তিনটা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

গত ৩১ জুলাই উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :