গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক হাসান সরকার

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৮, ২০:০৯

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারকে।

বুধবার বিকালে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গাজীপুর মহানগরের দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে।

বিএনপির ‍যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সোহরাব উদ্দিনকে।

হাসান উদ্দিন সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আমাদের নেত্রী বিপদগ্রস্ত, হাজার-হাজার নেতাকর্মী বিপদগ্রস্ত। তাদের যে আশা প্রত্যাশা, তা পূরণ করতে পারলে আমি ধন্য হবো। আমার প্রতি দল যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আমি চেষ্টা করবো তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে।’

দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় ঝিমিয়ে পড়া ইউনিটগুলোতে পর্যায়ক্রমে পরিশ্রমী, সৎ ও দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

জাতীয় পার্টিতে থাকা হাসান সরকার ১৯৯৬ সালের নির্বাচনের আগেই জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন। ৯৬ সালের নির্বাচনে হাসান সরকার বিএনপির প্রার্থী হিসেবে গাজীপুর-১ আসন থেকে মনোনয়ন পান। সর্বশেষ গাজীপুর সিটি নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান।

ঢাকাটাইমস/২৯আগস্ট/বিইউ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :