লালমনিরহাটে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

প্রকাশ | ৩০ আগস্ট ২০১৮, ১৫:৩৫

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জেলার আদিতমারী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহ আলম নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার মধ্যরাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

শাহ আলম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা মোহাম্মদপুর এলাকার ছয়ফাল মিয়ার ছেলে।

আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, মাদকের চালান নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে একদল মাদক বিক্রেতা উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদী হয়ে রংপুরের দিকে রওনা দেয়। গোপন সংবাদে  ওই ইউনিয়নের আয়নারপুল এলাকায় তাদের গতি রোধ করে পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোড়লে শাহ আলমের ডান পায়ে গুলি লাগে। আহত শাহ আলমকে ফেলে অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায়ীদের আক্রমণে থানার সহকারী উপ-পরিদর্শক চিত্তরঞ্জন আহত হয়েছেন বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/এলএ)