শেয়ার কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার তিন

প্রকাশ | ৩০ আগস্ট ২০১৮, ১৬:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় ৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) টিপু সুলতান ফারায়েজিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে টিপুসহ ওই তিনজনকে দুদকের একটি দল গ্রেপ্তার করে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

গ্রেপ্তার অন্য দুজন হলেন- আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মো. এহিয়া মন্ডল ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মো. আবদুস সামাদ।

এর আগে ঢাকার রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিন আসামিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২০০৯, ২০১০ ও ২০১১ সালের শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় আসামিগণ পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে আইএসটিসিএল এর ৩ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯০৭  টাকা আত্মসাতপূর্বক প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি করেন।

ঢাকাটাইমস/৩০আগস্ট/এএকে/ডিএম