বিদ্যুৎ বিল বকেয়া মামলায় কাউন্সিলর কারাগারে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৮, ১৯:৫৬

বাসার বিদ্যুৎ বিল বকেয়া মামলায় বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পৌরসভার ঢাকইর গ্রামের মৃত মনসুর হোসেনের ছেলে। বিদ্যুৎ আইনে একটি মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়।

নন্দীগ্রাম পল্লী বিদ্যুতের এজিএম রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে আব্দুর রশিদ বিদ্যুৎ বিল পরিশোধ করে না। তাকে বিল পরিশোধের জন্য একাধিকবার নোটিশ প্রদান করেও কাজ হয়নি। পরে বিদ্যুৎ আইনে তার নামে অফিসিয়ালি একটি মামলা করা হয়। ওই মামলায় তিনি কোর্টে হাজিরা না দেয়ায় গ্রেপ্তারি পরওয়ানা জারি হয়। সেই পরওয়ানামূলেই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের বিষয়টি নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন জানান, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর আব্দুর রশিদের বিরুদ্ধে আদালাত থেকে গ্রেপ্তারি পরওয়ানা জারি হয়েছিল। ভোরে তাকে পুলিশ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :