সিরাজদিখানে আট মাদকসেবীকে কারাদণ্ড

প্রকাশ | ৩০ আগস্ট ২০১৮, ২০:৩৯

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় মাদকসেবীকে ছয় মাস করে ও দুই মাদকসেবীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদক সেবনকালে তাদের আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে সিরাজদিখান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ভিন্ন মেয়াদে সাজা দেন।

সাজাপ্রাপ্তরা উপজেলার  গোবরদী গ্রামের হাসান, জামাল, রুমন, শাকিল, জুম্মান, রায়েরবাগ গ্রামের গিয়াস উদ্দিন, শরিফ, বয়রাগাদী গ্রামের মিঠুন।

এছাড়া পলাশপুর গ্রামের আব্বাস আলীকে পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।

সিরাজদিখান থানার পরিদর্শক (প্রশাসন)আবুল কালাম জানান, আটজন আসামিকে মাদক সেবনকালে আটক করা হয়। একজনকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/এলএ)