বরিশালে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশ | ৩০ আগস্ট ২০১৮, ২০:৪১ | আপডেট: ৩০ আগস্ট ২০১৮, ২০:৫৪

ব্যুরো প্রধান, বরিশাল

বরিশালে মাদক মামলায় আনিচুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আনিচুর রহমান চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়িয়া এলাকার সরোয়ার রহমানের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আনিচুর রহমানকে আটক করা হয়। এই ঘটনায় ওই দিনই ডিবির এসআই আহসান কবির এয়ারপোর্ট থানায় একটি মামলা করেন। ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ একই বছরের ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। ১২ জনের মধ্যে সাতজনের সাক্ষ্য প্রদান শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/এলএ)