আ.লীগের পাল্টাপাল্টি সভা আহ্বান, ১৪৪ ধারা

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৮, ২২:১৪

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান এ আদেশ দেন।

দলীয় সূত্র জানায়, ৩০ আগস্ট সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থকরা দলীয় কার্যালয়ে মতবিনিময় সভার আহবান করে। একই সময়ে একই স্থানে আব্দুল মজিদ মন্ডল এমপির সমর্থকরাও সভা আহবান করে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের দুই পক্ষ একই সময়ে একই স্থানে সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :