মোটরবাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট গৃহবধূ

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৮, ১০:৪৪

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার নন্দীগ্রামে মোটরবাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিসা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার কাথম স্কুল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাক চালক ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দীগ্রাম উপজেলার কাথম ভাঙ্গাচাপড় গ্রামের শামীম হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী আনিসাকে মোটর বাইকে নিয়ে ঢাকইর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে তারা কাথম-কালীগঞ্জ সড়কের কাথম স্কুল মোড়ে পৌঁছলে ঝাঁকুনিতে স্ত্রী আনিসা পেছন থেকে পড়ে যান। এ সময় কালীগঞ্জগামী একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১১৯৭০১) চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই আনিসার মৃত্যু হয়।

শামীম হোসেন স্ত্রীর মৃত্যু দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। পরে জনগণ ট্রাকসহ চালক ইউনুস আলীকে (৩৮) ধরে পুলিশে দিয়েছে। 

ইউনুস আলী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পূর্ব মির্জাপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/প্রতিনিধি/জেবি)