বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচার দাবি

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৮, ১৮:৪৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাতবাষির্কী ও ২১ আগস্ট উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা, দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় ফরিদপুরের নগরকান্দা বল্লবদি ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

শোক দিবসের এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর (অব.) আ ত ম হালিম।

কর্মসূচি চলাকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, শফিকুর রহমান মিলন, যুবলীগ নেতা হাবিবুর রহমান এলাহি, আনিছুর রহমান, মো. কাউছার আহমেদ প্রমুখ।

শোক দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় ও তার বাস্তবায়নের মধ্যদিয়ে বাঙালি জাতি কিছুটা হলেও তার কলঙ্ক মুক্ত হয়েছে।

তারা বলেন, বঙ্গবন্ধুর খুনিরা এখনো যারা দেশের বাইরে পালিয়ে রয়েছে তাদের এনে শাস্তি কার্যকরের ব্যবস্থা করতে হবে। ২১ আগস্টে গ্রেনেড হামলাকারী ও পরিকল্পকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/প্রতিনিধি/এলএ)