ঢাবিতে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৮, ২০:২১

রোহিঙ্গা সমস্যা নিয়ে দুই দিনের একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালযের ক্রিমিনোলজি বিভাগ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপাল, ব্রুনেই, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

আগামীকাল শনিবার বেলা সাড়ে তিনটায় ‘রোহিঙ্গা: পিলিটিকস, এথনিক ক্লিনজিং অ্যান্ড আনসারটেইন্টি’ শিরোনামে এই আন্তর্জাতিক সেমিনার শুরু হবে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। সম্মেলনের কৌশলগত অংশীদার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সেমিনার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অব হংকংয়ের সহযোগী অধ্যাপক মিজ কেলি লপার। ‘দ্য রোহিঙ্গা, দ্য সার্চ ফর সলিউশনস, অ্যান্ড দ্য পটেনশিয়াল অব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল’ শিরোনামে তার প্রবন্ধে রোহিঙ্গা সমস্যার আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপট থেকে আলোচনা থাকছে।

পরদিন রবিবার বেলা তিনটার বসবে সমাপনী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আবুল বারাকাত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ পাপাকিসমা সিলা।

ইউএনএইচসিআরের প্রতিনিধি একটি সেশন মডারেট করবেন। শেষ দিনের অনুষ্ঠানের প্যানেল আলোচনায় তারা অংশ নিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের ফ্রেমওয়ার্ক ব্যাখা করবেন।

সম্মেলনে ২১টি সেশনে ৭২টি প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক, শিক্ষক, আইনজীবী ও শিক্ষার্থীরা। রোহিঙ্গা সমস্যা কেন্দ্রিক ভূ-রাজনীতি, নৃ-গোষ্ঠীর ওপর নির্যাতন, রোহিঙ্গা জাতির ঐতিহাসিক প্রেক্ষিত, বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত সমস্যা, পরিবেশ-প্রকৃতির উপর প্রভাব, নারী ও শিশু বিষয়ক সমস্যা, রোহিঙ্গা সংকট সমাধানে গণমাধ্যমের ভূমিকা, অপরাধ ও রোহিঙ্গা সমস্যা প্রভৃতি সেশনে ভাগ করা হয়েছে প্রবন্ধগুলো।

এসব সেশন সঞ্চালনা করা ও অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মাকসুদ কামাল, অধ্যাপক এম শাহীদুজ্জামান, অধ্যাপক ড. আমেনা মহসীন, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী, সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েন, নৃবিজ্ঞানের চেয়ারপার্সন অধ্যাপক হাসান আল শাফি, সিটিটিসির প্রধান ডিআইজি মনিরুল ইসলাম, জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক (গবেষণা) শাহীন আফরোজ, নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশীদ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :