বিশ্বশান্তির দূত স্বীকৃতি পেলেন কাজী এরতেজা

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৮, ২০:৪৫ | আপডেট: ৩১ আগস্ট ২০১৮, ২২:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের চেয়ারম্যান, ভোরের পাতা ও দ্য পিপলস টাইমস সম্পাদক ও এফবিবিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসানকে বিশ্ব শান্তির দূত হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংস্থা আর্ট ফর পিস অ্যাওয়ার্ডস অর্গানাইজেশন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এ-সংক্রান্ত স্বীকৃতির সনদ পাঠানো হয় কাজী এরতেজাকে। সেখানে তাকে ‘গ্লোবাল পিস অ্যাম্বাসেডর অব আর্ট ফর পিস অ্যাওয়ার্ডস অর্গানাইজেশন’ এ সম্মানে ভূষিত করা হয়।

আন্তর্জাতিক সংগঠনটির প্রতিষ্ঠাতা ড্যাম মুন্নি আইরনি স্বাক্ষরিত এক শুভেচ্ছাপত্রে তিনি এরতেজা হাসানকে মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বলিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/মোআ)