ভোলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩০

ভোলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর রোড থেকে পুলিশ তাকে প্রেপ্তার করা হয়।

সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে জেলা বিএনপি বলছে, পুলিশের ওপর কোনো নেতাকর্মী হামলা করেনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর আলী জানান, রাতে বিএনপি নেতাকর্মীরা সদর রোড মিছিল বের করে গোলমাল শুরু করে। এ সময় পুলিশ মিছিলকারীদের বাধা দিলে পুলিশের ওপর চড়াও হয়ে হামলা ও বোমা বিস্ফোরন ঘটায়। এতে পুলিশ সদস্য মামুন, মাসুদ, সজল ও গোপাল আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ হারুন অর রশিদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, বিএনপির প্রতিষ্ঠা উপলক্ষে জেলা অফিসে প্রস্তুতিসভা শেষে রাস্তায় বের হলে পুলিশ বিনা কারণে বিএনপি সেক্রেটারিকে গ্রেপ্তার করে। কোনো নেতাকর্মী পুলিশের ওপর হামলা করেনি।

এদিকে এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :