যুবদল নেতা আটক, চাপের মুখে ছেড়ে দিল পুলিশ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৯

পুলিশের বাধা ভেঙে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিংড়া থানা, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠন। বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা ১১টায় সিংড়া কোর্ট মাঠ এলাকা থেকে থানা বিএনপির সভাপতি অ্যাড. মুজিবুর রহমান মন্টুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশ করে। এসময় নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দেন।

এর আগে সকাল ১০টায় বিএনপির খণ্ড খণ্ড মিছিল এসে থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে জড়ো হতে থাকে। সেখান থেকে পৌর যুবদলের যুগ্ম সম্পাদক পান্না সরকারকে আটক করে পুলিশ। টেনে হিঁচড়ে পান্নাকে পুলিশের পিকআপ ভ্যানে উঠানোর আধা ঘণ্টা পর নেতাকর্মীদের চাপের মুখে সেখানেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। পরে পুলিশের সব বাধা ভেঙে মিছিল বের হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন সিংড়া থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মন্টু, সিনিয়র সভাপতি আলী আজগর খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইব্রাহীম খলিল ফটিক, শহর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ, সাধারণ সম্পাদক তায়েজুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, সহ-সভাপতি শাহাদৎ হোসেন, শারফুল ইসলাম, সাখাওয়াত হোসেন সাখা, শফিকুল ইসলাম রমিম, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাধু, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন খান, রফিকুল ইসলাম বুলেট, দপ্তর সম্পাদক হারুর অর রশিদ, আবু সাঈদ পলাশ, যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাবু, উপজেলা মহিলা দলের সভানেত্রী ডেইজি আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা, শহর বিএনপির প্রচার সম্পাদক রেজাউল করিম বাবলু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, থানা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, শহর ছাত্র দলের সভাপতি আতাউল গণি পলাশ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন মিন্টু প্রমুখ।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :