সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্চের স্বাদ পাই: সৌরভ ইমাম

বিনোদন রিপোর্টার,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৯

সৌরভ ইমাম। একাধারে সাংবাদিক, উপস্থাপক, সঙ্গীত শিল্পী ও অভিনেতা। বর্তমানে একটি বেসরকারী টেলিভিশনে সাংবাদিকতা করছেন। এর আগে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে উপস্থাপনার সাথে জড়িত ছিলেন তিনি। সম্প্রতি ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন সামাজিক এবং কমেডি ভিডিও নির্মাণ করে দর্শকদের মন কেড়েছেন। বিভিন্ন বিষয় নিয়ে আজ কথা হবে সৌরভ ইমামের সাথে।

প্রশ্ন : মিডিয়ায় এতগুলো মাধ্যমে কাজ করছেন। কোন কাজটায় বেশী স্বাচ্ছন্দবোধ করেন?

সৌরভ ইমাম : আসলে মিডিয়ার প্রত্যেকটা কাজই ক্রিয়েটিভ এবং চ্যালেঞ্জিং। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই কাজ করছি গত কয়েক বছর। অনেকগুলো মাধ্যমে কাজ করছি এখানে। যখন যে কাজ করি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি এবং ঐ কাজেই স্বাচ্ছন্দবোধ করি।

প্রশ্ন : নির্দিষ্ট একটি কাজ করলে অনেক দূর যাওয়া যায়, পরিচিতিটা বেশী পাওয়া যায়। যেমন শুধু যদি গান করতেন তাইলে মনোযোগটা বেশী দেয়া যেত।

সৌরভ ইমাম : আমি জনপ্রিয়তার জন্য কাজ করিনা। যখন যা ভাল লাগে করি। আর মানুষের জন্য কিছু কাজ করার চেষ্টা করছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে খুবই ইফেক্টিভ। এখানে ভাল কিছু কাজ করার পরিকল্পনা আছে। বিশেষ করে তরুন প্রজন্মের মধ্যে প্রভাব পড়ে এমন ভাল কিছু কাজ করছি বেশ কিছুদিন।

প্রশ্ন : সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট কোন পরিকল্পনা নিয়ে কাজ করছেন?

সৌরভ ইমাম : আমি মঞ্চে অনেকদিন যাবৎ উপস্থাপনা করছি। সম্প্রতি গানও করছি। টিভির চেয়ে আমি মঞ্চটা খুব বেশী উপভোগ করি। কারন এখানে দর্শকদের সরাসরি রেসপন্স পাওয়া যায়। সামাাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকও আমার কাছে সমান মনে হয়। এখানেও ফলোয়ারদের রেসপন্স পাওয়া যায় মঞ্চের মত সাথে সাথে। ফেসবুকে কাজ ভাল হলে ভাল বলবে, খারাপ হলেও মন্তব্য করে সাথে সাথে। তাই এ মাধ্যমে কাজ করতে অনেক ভাল লাগে।

প্রশ্ন : গানের ভাবনার কথা বলুন।

সৌরভ ইমাম : গানটা আমি করি সখে। দীর্ঘদিন যাবৎ মঞ্চে উপস্থাপনা করি। নিজের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী আছে। বিভিন্ন কর্পোরেট এবং ওপেন এয়ার অনুষ্ঠানে শিল্পীদের সাথে কাজ করি। শিল্পীদের সাথে সাথে মাঝে মাঝে উপস্থাপনার ফাঁকে দুই একটা গানও করি। দর্শকদের উৎসাহে এখন নিয়মিত গান করছি। এরমধ্যে ক্রিকেট নিয়ে আমার নিজের লেখা একটি গান দর্শকরা ভালভাবেই গ্রহন করেছেন। এখন দুইটি কাভার সং করছি। আর কিশোরী শিরোনামে একটা গান লিখেছি। বছরের শেষ দিকে গানটি করার পরিকল্পনা আছে। এটাও দর্শকদের ভাল লাগবে বলে বিশ^াস।

প্রশ্ন : সামাজিক কিছু কাজ করছেন আপনি।

সৌরভ ইমাম : সামাজিক বলতে আমার মূল লÿ্য পথ শিশুদের নিয়ে কাজ করা। বাংলাদেশের অসংখ্য পথ শিশু আছে। সবাইকেতো সহযোগীতা সম্ভব নয়। তবে, নিজের সামর্থ অনুযায়ী কিছু পথ শিশুকে আলোর পথ দেখানোর ইচ্ছা আছে। শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এদের সঠিক পথে রাখলে দিন শেষে আমাদের দেশেরই লাভ।

প্রশ্ন : সব কিছু মিলিয়ে দশ বছর পর মিডিয়াতে নিজেকে কোথায় দেখতে চান?

সৌরভ ইমাম : দশ বছর পর আমি কোথায় থাকবো জানিনা। তবে, আমাদের দেশটা আরো বেশী উঁচুতে থাকলে ভাল লাগবে। বিশেষ করে উন্নত দেশগুলোর চেয়ে আমরা এখনো অনেক পিছিয়ে। ঐসব দেশগুলোর সাথে সমান তালে চলতে পারলেই নিজেকে অনেক ভাগ্যবান মনে করবো।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এমএস)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

যেভাবে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ছক কষা হয়

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

এই বিভাগের সব খবর

শিরোনাম :