নেত্রকোণায় বাসচাপায় সিএনজির চার আরোহী নিহত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৯ | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৫
দুর্ঘটনার পর বাসটি ঘিরে আছেন স্থানীয়রা

নেত্রকোণার কেন্দুয়ায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার বেলা সোয়া ২টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের মাসকা কাঠালতলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে পুলিশ হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া জানান, কেন্দুয়া বাসষ্ট্যান্ড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী বোঝাই করে ময়মনসিংহে যাচ্ছিল। পথিমধ্যে মাসকা এলাকায় কাঠালতলী মোড়ে অটোরিকশাটি পৌঁছলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৪জন মারা যান। আহত তিন যাত্রীকে স্তানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাসটি আটক করা হলেও চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :