শরীয়তপুরে বিএনপি-যুবলীগ সংঘর্ষে আহত ২৫

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৬

শরীয়তপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ বিএনপির।

এ সময় সংঘর্ষে দুই পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের সদর হাসপাতাল ও ঢাকায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে দফায় দফায় এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাদবর, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক প্রকাশ বন্ধুকছি, যুবলীগ কর্মী জয় মোল্যা, সবুজ মাদবর, ফরহাদ ঢালী, রিয়াদ হাসান মাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, পৌরসভা বিএনপির সহ-সভাপতি নয়ন সরকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল খায়ের, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার, জেলা মহিলাদলের যুগ্ম আহবায়ক রাশিদা গনি, জেলা জাসাসের সহ-সভাপতি নিপা আক্তার, বিএনপি কর্মী সাহাদাৎ হোসেন ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরনের গাড়ির চালক নুর মোহাম্মদ।

বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠান আয়োজন করে শরীয়তপুর জেলা বিএনপি। শনিবার পৌর এলাকার ধানুকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালুর বাসভবনে এ অনুষ্ঠান চলছিল। বেলা ১১টার দিকে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে হামলা করেন। তখন বিএনপির নেতাকর্মীদের সাথে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। বেলা ২টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দুই পক্ষই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে।

দুপুর দেড়টার দিকে জেলা বিএনপির সভাপতি অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার চেষ্টা করলে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা আবার তাকে ধাওয়া করে। বিকাল চারটা পর্যন্ত তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে অবরুদ্ধ ছিলেন।

জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠান করার জন্য পুলিশের অনুমতি নেয়া হয়েছে। স্থানীয় আ.লীগের নেতাদেরও বিষয়টি জানানো হয়েছে। তারপরও অনুষ্ঠানে হামলা করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আ.লীগ কর্মীদের হামলায় আমাদের ১৫ ব্যক্তি আহত হয়েছেন।

জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাদবর বলেন, বিএনপির অনুষ্ঠানে কেউ হামলা করেননি। আমরা যুবলীগের কর্মী সভা করার জন্য জেলা স্টেডিয়ামের পাশে জড়ো হয়েছিলাম। তখন বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছেন। তাদের হামলায় আমাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

পালং মডেল থানার পরিদর্শক উৎপল বিশ্বাস বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কিছু সমস্যা হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা ছুটে যাই। সেখানে যুবলীগের এক পক্ষ ও বিএনপির এক পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :