প্রতিভা, সফলতা ও সার্থকতা

অধ্যাপক ডা. এইচ আই লুৎফর রহমান খান
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭

মনের সুখে পেখম মেলে ময়ূর নাচে যেথা

তাইনা দেখে খুকুমনি তাকিয়ে আছে সেথা।

প্রশ্ন খুকুর এমন পেখম কাক কেন না মেলে?

তারাও কি পারবে এমন নাচের ট্রেনিং পেলে?

সব কিছু যে সবার দ্বারা করা সহজ নয়

ছোট্ট খুকু এমন কথা জানে না নিশ্চয়।

তাইতো কেউ দেশের রাজা, কেউবা দেশের প্রজা

সবার পক্ষে রাজা হওয়া নয়তো এত সোজা।

বুঝতে হবে জানতে হবে নিজের সীমারেখা

বৃথা চেষ্টায় মিলবে না যে সফলতার দেখা।

বোকার মত কেউ যদি চাঁদ ধরতে চায়

যতই চেষ্টা করুক কেউ চাঁদের নাগাল পায়?

প্রকৌশলী কেউবা হব কেউবা ডাক্তার

আমলা, সেনা, জজ, ব্যারিস্টার, কেউবা মিনিস্টার।

যত বড়ই হই না কেন কোনোই লাভ নাই

সবার আগে ভালো মানুষ আমরা হতে চাই।

লেখা পড়া শিখেও যদি অশিক্ষিত রই

মূর্খ লোকে এ সব দেখে হাসবে যে নিশ্চয়ই।

সঠিক পথে চলবো মোরা এমন ইচ্ছে আছে

লজ্জা যাতে না পাই মোরা মূর্খ জনের কাছে।

সফল হওয়া খুবই সহজ প্রতিভা যার আছে

প্রবল ইচ্ছা, মেধা, এবং দৃঢ় চেষ্টাও আছে।

আত্মবিশ্বাস থাকতে হবে সঙ্গে মনের বল

সাহস নিয়ে এগিয়ে যাবে সেই হবে সফল।

দেখতে ভালো লাগে যে ফুল, ফুলের সফলতা

বিলিয়ে সুবাস পরের তরে ফুলের সার্থকতা।

নিজ পেশাতে বড় হয়ে সফল মানুষ যারা

বিলিয়ে নিজকে পরের তরে সার্থক হয় তারা।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :