বলিউডে ক্যাটরিনার যোগ্য পাত্র নেই!

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৭ | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০

বলিউডের অন্যতম সেরা সুন্দরী ক্যাটরিনা কাইফের সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন অভিনেতা রণবীর কাপুর। রণবীরের সঙ্গে ব্রেকআপের পরে সেই প্রেমের ভূত চেপে বসে বলিউড ভাইজান সালমান খানের ঘাড়ে। কিন্তু এই বুড়ো ব্যাচেলরের সঙ্গেও এক সময় সম্পর্কে চিড় ধরে ক্যাটরিনার। সেই সম্পর্ক নাকি বর্তমানে আবারও জোড়া লেগেছে বলে বলিউডের বাতাসে গুঞ্জন।

তবে ক্যাটরিনা সম্পর্কে বলিউডের অন্যতম সেরা পরিচালক ও প্রযোজক করণের মুখে শোনা গেল ভিন্ন সুর। তিনি মনে করেন, বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটরিনার জীবন সঙ্গী হওয়ার মতো উপযুক্ত কোনও পাত্র নেই। সম্প্রতি ভুট-এর ডিজিটাল প্লাটফর্মে শুরু হওয়া ‘ফিট আপ উইথ দ্য স্টারস’ নামের একটি টক শো অনুষ্ঠানে হাজির হয়ে এমন মন্তব্যই করেন করণ।

টক শো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন ভারতের নামকরা ফ্যাশন ডিজাইনার আনাইতা শ্রফ। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি তুলে আনেন ক্যাটরিনা কাইফ প্রসঙ্গ। পরিচালক ও প্রযোজক করণ জোহারের কাছে প্রশ্ন আসে, ক্যাটরিনার জন্য সুপাত্র কে? উত্তরে করণ বলেন, ‘ক্যাটরিনাকে খুব ভালোবাসি। কিন্তু ওর মতো মানুষের জন্য ইন্ডাস্ট্রিতে উপযুক্ত কেউ নেই।’

টক শো-তে আলোচনা হয় ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুরকে নিয়েও। আলোচনায় রণবীরের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে উল্লেখ করেন করণ জোহার। বলেন, ‘রণবীর আমার জীবনের এমন কিছু জিনিসের খোঁজ রাখেন, যা আমি নিজেও জানি না। আমার মোবাইল পাসওয়ার্ড থেকে শুরু করে হোয়াটসআপ, ইমেইল চেক-সবকিছুর দায়িত্বই রণবীর পালন করেন।’

প্রযোজক করণ জোহারের সেলফিতে উপস্থাপিকা আনাইতা শ্রফ

টক শো-তে কথায় কথায় প্রথমবার বাবা হওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেন করণ। বলেন, বাবা হওয়ার সময় আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। বাবা শব্দটার সঙ্গে পরিচিত হতেই কয়েক মাস সময় লেগে গিয়েছিল আমার।’ প্রসঙ্গত, করণ জোহার অবিবাহিত। তবে ২০১৭ সালে তিনি ‘গর্ভভাড়া’র মাধ্যমে যমজ সন্তানের বাবা হন।

করণ জোহার বর্তমানে ব্যস্ত ‘সিম্বা’ ছবির কাজ নিয়ে। তার প্রযোজিত এই ছবির নায়ক আরেক রণবীর অর্থাৎ রণবীর সিং। হালের এই সেনসেশনের বিপরীতে নায়িকা রয়েছেন ভারতের প্রথম সুপারস্টার নায়িকা প্রয়াত শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর। চলতি মাসেই এ ছবির কাজ শেষ হওয়ার কথা।

ঢাকাটাইমস/০২ সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :