যশোরে আগুনে পুড়ল পাঁচ দোকান

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৫

যশোর শহরের বড় বাজারে আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, রাত সোয়া দশটার দিকে শহরের বড়বাজারের আলুপট্টি ও জড়িপট্টির কসমেটিকসের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই মধ্যেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাবু, মিম, রুহুল আমিন, কালুয়া ও গনি মিয়ার পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না। এছাড়া আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও নিশ্চিত করা যায়নি।

ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক তন্ময় জানান, তার দোকানে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ছিল। সব পুড়ে শেষ হয়ে গেছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যান যশোরের জেলা প্রশাসক আব্দুল আউয়াল। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :