লেগ স্পিনের বিপক্ষে প্রস্তুত নন বাংলাদেশি ব্যাটসম্যানরা!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৯

গত মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ভারতীয় স্পিনারদের খেলতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। সুন্দর, চেহেলরা নাকানি খাইয়ে ছেড়েছেন টাইগার ব্যাটসম্যানদের। আর গত জুনে ভারতের মাটিতে বাংলাদেশকে রীতিমত বিধ্বস্ত করে ছেড়েছেন আফগান স্পিনাররা, বিশেষ করে রশিদ খান।

এশিয়া কাপের প্রথম রাউন্ডে সেই আফগানিস্তানকেই পেয়েছে বাংলাদেশ। পরের রাউন্ডে ওঠলে মোকাবেলা করতে হবে ভারতীয় স্পিনাররাদের।স্পিনারদের বিপক্ষে কতটা প্রস্তুত বাংলাদেশি ব্যাটসম্যানরা, বিশেষ করে লেগ স্পিনের বিপক্ষে?

মোহাম্মদ মিথুন এ প্রসঙ্গে বললেন,‘দেখুন, আমরা যে লেগ স্পিনে খুব বেশি তৈরি হব, সেই অপশনও কিন্তু নেই। বাংলাদেশে খুব বেশি লেগ স্পিনারই নেই। আমরা লেগ স্পিনার খুঁজেও পাই না। এর মধ্যেই আমরা যতটুকু অনুশীলন করতে পারি, কাজে লাগাতে পারি, যেভাবে পরিকল্পনামাফিক খেলা যায়, সেটাই চেষ্টা করব।’

অবশ্য শুধু স্পিনার নয়, মিথুনের ভাবনা সব রকম বোলিং নিয়ে। তিনি বলেন,‘ভালো খেলতে হলে আসলে শুধু রিস্ট স্পিনার না, প্রত্যেকটি বোলারকেই ভালো খেলতে হবে। একজন ব্যাটসম্যানের জন্য একটি বলই যথেষ্ট আউট হতে। আমাকে যদি ভালো ইনিংস খেলতে হয়, তাহলে প্রতিটি বোলারকেই আমার ভালোভাবে খেলতে হবে।’

মিথুন যোগ করেন,‘ আমি যদি শুধু রিস্ট স্পিনারকে টার্গেট করি, তাহলে আমার কাছে মনে হয় ব্যাপারটি অনেকটা নেতিবাচক হয়ে যায়। আমি যখন যে বোলারকে খেলব, তখন কিভাবে সামলাতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :