মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০২

মাগুরার মহম্মদপুর উপজেলায় খালের পানিতে ভেজানো পাটের মালিকানা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার দুপুরে দীঘা গ্রামে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত মিজানুর রহমান (৫০), সাবুদ্দিন (৪৯), নয়ন শেখ (২০), আরিফুল (১৮),ব াচ্চু মোল্যা(৪০), লিয়াকত (৪০), তৈয়ব শেখ (৫৫), সোহেল শেখ (৩০), সালাম শেখ (৬৫), মুসা (৩৫), সবির শেখ (৩০), মনোমিয়া (৬৫), শিল্পি (২৫), ইস্তাক (৩৫), মুকুল (৪০), সফরা (৬০), আজিজার (৬০), নার্গিস (৩৫), আহম্মদ (৫০), আশরাফুল (৩৬) ও হেলাল (১৬) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার দীঘা গ্রামের নাড়িয়ার খালের পানিতে ভেজানো পাটের মালিকানা নিয়ে আহম্মদ ও সাহাবুদ্দিনের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারীকুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :