পঙ্গুত্ববরণ করতে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী মাহিদ

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩১

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মাহিদ’র চিকিৎসার ব্যয় বহনের অভাবে পঙ্গুত্ববরণ করতে হচ্ছে। মাহিদ উপজেলার শুক্তাগড় গ্রামের অটো রিকশাচালক জিয়া ফকিরের ছেলে।

মাহিদের বাবা জিয়া ফকির জানান, ১৯ জুলাই আমার ছেলে একটি গাছ থেকে পড়ে তার ডান হাত ও পা ভেঙে যায়। এরপর চিকিৎসা করাতে গিয়ে আমার হিমসিম খেতে হচ্ছে। ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে টাকার অভাবে সেখানে ভর্তি করানো সম্ভব হয়নি, ওর ভাল চিকিৎসা না করাতে পারলে হয়ত ওকে পঙ্গুত্ববরণ করতে হবে।

মাহিদ বর্তমানে ঢাকার উত্তর বাড্ডা এলাকায় তার এক আত্মীয়ের বাসায় আছে।

এ বিষয়ে শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, মাহিদ আমার স্কুলের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র। ওর বাবা খুবই অসহায়। তার পক্ষে মাহিদের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না। শিশু শিক্ষার্থী মাহিদের বাবা দেশের স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে তার ছেলের চিকিৎসার ব্যয় বহনের জন্য আকুল আবেদন জানান।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :