চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৪ | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১২
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শিবরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরুর রাখাল গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোর তিনটার দিকে এ ঘটনা ঘটে। তার নাম শহিদুল ইসলাম (৩০)।

তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল বাসার জানান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর সীমান্ত দিয়ে শহিদুলসহ ৫-৬ জনের একটি দল রবিবার রাতে ভারতে যাওয়ার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে শহিদুল আহত হন এবং গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসেন।

স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথম গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় ৪৬ বিএসএফের কাছে চিঠির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :