চলন্ত বাসে বুদ্ধি প্রতিবন্ধীকে ‘গণধর্ষণ’: সুপারভাইজার গ্রেপ্তার

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৪

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলে চলন্ত বাসে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় বাসের হেলপার নাজমুলের পর সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে কালিহাতী উপজেলার বেনুকুর্শিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুপারভাইজার মো. এরশাদ ওই এলাকার মৃত লাল চানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে বাসের সুপারভাইজার এরশাদকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে এবং তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

তবে এ ঘটনায় বাসের চালক আলম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস (যশোর-ব-৪৪২) কিছু যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী ছাড়া সব যাত্রী তাদের গন্তব্যে নেমে যান। ওই নারীকে একা পেয়ে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার মিলে ধর্ষণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসের হেলপার নাজমুলকে গ্রেপ্তার করে। এসময় বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীকে উদ্ধার করে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)