প্রতি বাসায় বিনামূ‌ল্যে যা‌চ্ছে ‘নগরিয়া’

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৩

নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএন‌সি‌সি) সদ্য প্রকাশিত ত্রৈমা‌সিক নিউজলেটার ‘নগরিয়া’ বিনামূ‌ল্যে নাগরিকদের কাছে পৌঁছে দেয়ার জন্য জন্য ডাক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার দুপু‌রে গুলশানে নগর ভবনে প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শবনম মুস্তারী রিক্তার কাছে আনুষ্ঠানিকভাবে নিউজলেটারটি হস্তান্তর করেন। 

নাগরিক সেবা সহজ করতে এই নিউজলেটারটি প্রকাশ করা হয়েছে বলে জা‌নি‌য়েছেন প্যা‌নেল মেয়র। তি‌নি ব‌লেন, উন্নত বিশ্বের প্রায় প্রতিটি শহরে এ ধরনের নিউজলেটার থাকলেও বাংলাদেশ এটি প্রথম। এতে অনেক তথ্য রয়েছে যা নাগরিকদের বিভিন্ন সময়ে প্রয়োজন হবে। যেমন হোল্ডিং ট্যাক্স কীভাবে নির্ধারিত হয়, কীভাবে হোল্ডিং ট্যাক্স রেয়াত পাওয়া যায়, সেবা পাওয়ার প্রয়োজনীয় নম্বর ইত্যাদি তথ্য ‘নগরিয়া’র প্রথম সংখ্যায় রয়েছে।‘ 

জনগণের হাতে তথ্য থাকলে একদিকে যেমন সেবা পাওয়া সহজ হবে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে ব‌লে ম‌নে ক‌রেন জামাল মোস্তফা।  

ডিএন‌সি‌সির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন নগ‌রিয়া’র সম্পাদক হি‌সে‌বে রয়েছেন। তি‌নি ঢাকাটাইমস‌কে ব‌লেন, ‘‌ডিএন‌সি‌সি‌তে প্রায় দুই লাখ ২৬ হাজার ৫০০ হো‌ল্ডিং র‌য়ে‌ছে। যা‌দের বা‌ড়ির ‌হো‌ল্ডিং নম্বর র‌য়ে‌ছে শুধু তারাই সম্পূর্ণ বিনামূ‌ল্যে প্র‌তি‌টি ত্রৈমা‌সিক নগ‌রিয়া যা‌বে। এজন্য আমরা নিউজ‌লেটার‌টির প্রথম প্রকাশে প্রায় দুই লাখ ৫০ হাজার ক‌পি বের ক‌রে‌ছি।’

মামুন ব‌লেন, ‘প্রতিটি হোল্ডিং নম্বরের ঠিকানায় এক কপি করে ডাকযোগে ‘নগরিয়া’ পর্যায়ক্রমে বিনামূল্যে পাঠি‌য়ে দেব। টাকার মি‌নিম‌য়ে কেউ এটা নে‌বেন না।’

‘নগরিয়া’ জনগণের কাছে পৌঁছানোর জন্য ডাক বিভাগ প্রয়োজনীয় সব সেবা ডিএনসি‌সি‌কে দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শবনম মুস্তারী রিক্তা।   

(ঢাকাটাইমস/০৩সে‌প্টেম্বর/এএকে/জেবি)