ঢাবিতে সমাবর্তনের ফি দেয়ার সময় বাড়ল

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৯
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুদের ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে অংশগ্রহণযোগ্য গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশনের আবেদন অনলাইনে সম্পন্ন করে ফি জমা দেওয়ার সময়সীমা মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ব্যাংকিং সময় পর্যন্ত (বিকাল ৪টা) বর্ধিত করা হয়েছে। সমাবর্তন বিষয়ে ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

বিস্তারিত জানতে http://convocation.du.ac.bd ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।

আগামী ৬ অক্টোবর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এবারে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মিজ. লেমাহ গবায়েই। সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি ও ২৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :