স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির দৃশ্য সিসি ক্যামেরায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৩ | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫০

রাজধানীর পল্লবীর রংধনু সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘অনন্যা জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে চোর চক্র জুয়েলার্সের ডিসপ্লেতে থাকা ১২৮ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।

রবিবার দুপুরে দোকানের শার্টার ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

জুয়েলার্সের মালিক দুলাল হাসান ঢাকাটাইমসকে জানান, শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন রবিবার ওই মার্কেট সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ ছিল। সোমবার সকালে দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন দোকানের ডিসপ্লে করে রাখা সব স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে এবং মেঝেতে দুই তিন ভরি অলঙ্কারের ভাঙা অংশ পড়ে আছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হয়। চুরি যাওয়া স্বর্ণের মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

ব্যবসায়ী দুলাল বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা কয়েকজন যুবক রবিবার দুপুর ১:২৪ মিনিটে তালা ভেঙে দোকানে প্রবেশ করে। পরে তারা দোকানের সব স্বর্ণ ব্যাগে ভরে আধা ঘণ্টার মধ্যে বের হয়ে চলে যায়। তবে দোকানের আরও সোনা যে সিন্দুকে ছিল সেটা তারা ভাঙতে পারেনি।’

দুলাল বলেন, ‘রবিবার ছুটির দিন থাকলেও আমার দোকানের পাশের দোকানে বেশ কয়েকজন কাজ করছিল। তবে তারা বলছে কোনো লোককে তারা দোকানে ঢুকতে দেখেনি।’

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘মিরপুর সাড়ে ১১ এর রংধনু সুপার মার্কেটের একটি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখনও জুয়েলার্সের মালিকপক্ষ থানায় লিখিত এজাহার দেয়নি, দিলেই পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :