ফেনীতে সৌদিয়া পরিবহনে মিলল কোটি টাকার ইয়াবা

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথা নামক স্থানে মঙ্গলবার ভোরে সৌদিয়া পরিবহন থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুইজনকে আটক করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামপুর রাস্তার মাথায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। এসময় ঢাকাগামী সৌদিয়া পরিবহন নামের একটি বাসকে থামানোর সংকেত দিলে বাসটি না থামিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে।

পরে র‌্যাব ধাওয়া করে গাড়ীটি আটক করে। গাড়ীতে তল্লাশি করে ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় কুমিল্লার কোতোয়ালি থানার চকবাজার এলাকার আবদুল মান্নানের ছেলে নুরুল ইসলাম (৪৬) ও চট্টগ্রামের সীতাকুন্ড থানার কোদারখীল এলাকার ধীরেন্দ্র নাথের ছেলে বাবুল নাথ (৪০) আটক করা হয়।

ফেনী র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঢাকাটাইমসকে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জব্দকৃত ইয়াবা ও আটক দুইজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :