ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৬ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪১

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন ওরফে লাল সুমন নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, গুলি ও আনুমানিক চার হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

মঙ্গলবার রাতে জেলা শহরের সুলতানপুর কবিরাজ পুকুর পাড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত সুমন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ন এলাকার মানু মিয়া প্রকাশ মাদু মিয়ার ছেলে ছিলেন।

জানা গেছে, নিহত লাল সুমন ভারত সীমান্ত এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারিদের তালিকায়ও তার নাম রয়েছে। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, মাদক, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ৯টার দিকে র‌্যাবের টহলদলের ওপর সুমন ও তার সহযোগীরা গুলি ছোঁড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়লে সুমন গুলিবিদ্ধ হয়। তাকে আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঢাকাটাইমসকে জানান, সুমনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)