ফেনীতে গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৩

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. কবির হোসেন নামে ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বুধবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত কবির চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, ভোর চারটার দিকে র‍্যাবের একটি টহলদল সদর উপজেলার লেমুয়া এলাকায় যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়তে থাকে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে কবিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর