টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি নেপাল-ভুটান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০০

সাফ চ্যাম্পিয়নশিপের বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেপাল-ভুটান। হার দিয়ে শুরু করা দুই দলেরই টিকে থাকার লড়াই আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

দক্ষিণ এশিয়ার এই ফুটবল টুর্নামেন্টে হার দিয়েই শুরু করে নেপাল-ভুটান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে ২-০ গোলে হেরেছিল ভুটান। আর পাকিস্তানের কাছে শুরুর দিনে ২-১ গোলে হারে হিমালয় কন্যা নেপাল।

আসরে টিকে থাকতে হলে দুই দলেরই জয়ের কোনো বিকল্প নেই। হারলেই ছিটকে পড়বে আসর থেকে। তবে ড্র করলে কিছুটা সম্ভবনা থাকবে।

আসরে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার বিষয়ে পোল কোচ বালগোপাল বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের খেলোয়াড়দের পারফর্ম সেইভাবে হয়নি। দলের প্রধান খেলোয়াড়রা নিজেদের মত খেলতে পারেনি। কিন্তু আমার বিশ্বাস সবকিছু শেষ হয়নি। সামনে আমাদের সামনে দুটি ম্যাচ আছে। সেখানে নিজেদের প্রমাণ করতে হবে।’

(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :