‘দুর্নীতির বিরোধী সাধারণ মানুষকে সোচ্চার করতে হবে’

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

‘দুর্নীতির বিরোধী সাধারণ মানুষকে সোচ্চার করতে হবে। তবেই দুর্নীতি কমে আসবে। শুধু সভা-সমাবেশ কিংবা সেমিনার করলে দুর্নীতি বন্ধ বা নিয়ন্ত্রণ হবে না। আমরা সকলেই মিলে জনগণকে আস্থায় আনতে তাদের সচেতন করতে হবে।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর জেলা প্রশাসনের মিনি সম্মেলন কক্ষে এক সভায় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এ কথা বলেন। ‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জেলা প্রশাসনের সঙ্গে সনাক সদস্যদের মতবিনিময় উপলক্ষে এ সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন- প্রফেসর আলতাফ হোসেন, রমেন্দ্র নাথ রায়, অধ্যাপক মুজিবর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)