প্রথমার্ধে নেপাল ১, ভুটান ০

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০২ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল নেপাল। ম্যাচের ২১তম মিনিটে এই গোলটি করেন অনন্ত তামাং। কর্নার কিক থেকে উড়ে আসা বল হেড করে জালে পাঠান তিনি।

সাফ সুজুকি কাপে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেপাল ও ভুটান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল চারটায়। দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল নেপাল। আর বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ভুটান। সুতরাং, সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে দুই দলের জন্যই আজ জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।

আজ দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। এবার তৃতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এর আগে বাংলাদেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ ও ২০০৯ সালে।

(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/এসইউএল)