প্রথমার্ধে বাংলাদেশ ০, পাকিস্তান ০

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫১ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

প্রথমার্ধে গোল করতে পারল না কোনো দল। তাই গোলশূন্য সমতায় বিরতিতে গেল বাংলাদেশ ও পাকিস্তান। বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল বাংলাদেশ। ৬২ শতাংশ সময় ধরে বল দখলে রাখে স্বাগতিকরা। ৩৮ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পাকিস্তান।

সাফ চ্যাম্পিয়নশিপে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে দুই দলের জন্যই আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। এর আগে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। আর নেপালের বিপক্ষে ২-১ গোলে জয় পায় পাকিস্তান। নেপাল তাদের প্রথম ম্যাচে হারলেও আজ ভুটানের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে।

এবার তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসছে বাংলাদেশে। এর আগে ২০০৩ ও ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। ২০০৩ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আর ২০০৯ সালে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই হয়তো বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/এসইউএল)