মুন্সিগঞ্জে উদ্ধার মেছোবাঘ জাতীয় উদ্যানে অবমুক্ত

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১২

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সিগঞ্জ থেকে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির একটি মেছোবাঘ গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেছোবাঘটি জাতীয় উদ্যানের গভার বনের ভেতর অবমুক্ত করা হয়। এর আগে গত ১৫ জুলাই মুন্সিগঞ্জের সদর উপজেলার চরআব্দুল্লাহ এলাকা থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়।

শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসেন খান জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার চরআব্দুল্লাহ এলাকায় সাতার কেটে বিল পার হওয়ার সময় জেলেদের জালে জড়িয়ে পড়ে মেছোবাঘটি। পরে রাসেল মিয়া নামে এক জেলে এলাকাবাসীর সহযোগিতায় মেছোবাঘটি আটক করে নিয়ে যায়। এক পর্যায়ে মেছোবাঘটি তিনি বন বিভাগের কাছে হস্তান্তর করে। পরে বৃহস্পতিবার এটি গাজীপুরের জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা। এ সময় বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো, পরিদর্শক অসিম মল্লিকসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচালক মিহির কুমার দে জানান, মেছোবাঘ বাংলাদেশে একটি বিপন্ন প্রায় প্রাণি। হাওর, পরিত্যাক্ত বাগানবাড়ি ও  চরাঞ্চলে মেছোবাঘ বসবাস করে থাকে। ইদুর, সাপ, ব্যাঙ, মাছ ও মুরগি এদের খাবার। মেছোবাঘ লম্বায় ২ থেকে ৩ ফুট, উচ্চতায় দেড় থেকে ২ ফুট এবং ওজনে ১২-১৩ কেজি হয়ে থাকে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)