সিরাজগঞ্জে মাদকসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪০

সিরাজগঞ্জের তাড়াশ ও সলঙ্গায় পৃথক অভিযানে হেরোইন ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান।

আটকরা হলেন- পাবনা জেলার চাটমহর হান্ডিয়াল পাইকপাড়া গ্রামের সাদেক অলী ও হান্ডিয়াল পানাকুড়া গ্রামের আব্দুল মোমিন।

সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে বুধবার রাতে তাড়াশ থানাধীন কালকুলা বাজারে অভিযান চালিয়ে মো. সাদেক আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭০ লিটার চোলাইমদ, ১০টি ইয়াবা, ০১টি মোবাইলসেট, ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

অপরদিকে সলঙ্গা থানাধীন নাইমুড়ি বাজারস্থ পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আ. মমিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন, ১টি মোটরসাইকেল, ২টি চাবি, ১টি মোবাইলসেট, ২টি সিমকার্ড ও নগদ ৮,৯০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার আলামত ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :