কর্ণফুলীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৪ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৮

চট্টগ্রাম কর্ণফুলীতে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় তার বাবা জকির আহমদ বাদি হয়ে কর্ণফুলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এখনো ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অভিযোগে জানা যায়, গত তিন সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে বাসায় ফিরছিলেন স্কুলছাত্রী সুমি আকতার। পথে চরফরিদ এলাকার জানে আলম প্রকাশ বাইল্যার ছেলে নুরুন্নবী (২৩) তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এদিকে স্কুল ছুটির পরও সুমি বাড়িতে না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও মেয়ের কোনো খবর না পেয়ে স্থানীয় কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করেন।

মেয়ের বাবা অপরহণের অভিযোগ করলেও পুলিশ বলছে এটি প্রেম ঘটিত ব্যাপার। সুমি আকতার স্বেচ্ছায় নুরুন্নবীর সাথে চলে গেছে।

অপহৃত স্কুল ছাত্রীর বাবা জানান, তার মেয়ে সুমি আকতারকে অভিযুক্ত আসামি নুরুন্নবী স্কুলে আসা যাওয়ার পথে সুমিকে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি সুমি আক্তার তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।

অভিযোগ দায়েরের তিন দিন পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক বলেন, বিষয়টি প্রেমঘটিত ব্যাপার। তারপরও পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ আনায় স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা