আবারও ব্রাজিলের অধিনায়ক নেইমার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৩ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৮

আবারও ব্রাজিলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন নেইমার। শুক্রবার নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচেই ব্রাজিলের স্থায়ী অধিনায়ক হিসেবে আর্মব্যান্ড পরিধান করবেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

প্রীতি ম্যাচের আগে নেইমারের দায়িত্ব গ্রহণ করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

এর আগেও ব্রাজিলের দায়িত্বের ছিলেন পিএসজি তারকা নেইমার। যদিও দীর্ঘ মেয়াদে দায়িত্ব ছিল না তার কাঁধে। নতুন করে আবারও দায়িত্ব পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে নেইমার বলেন,‘আমি আবারও অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছি। কারণ আমি অনেক কিছু শিখেছি আরো অনেক কিছু শিখবো। এই দায়িত্ব আমার জন্য ভালো কিছু বয়ে আনবে।’

নেইমারের কাঁধে দায়িত্ব দিয়ে দলটির কোচ তিতে বলেন,‘আমার অধিনায়ক পেয়ে গেছি। নেইমারই এখন থেকে আমাদের দলের নেতৃত্ব দেবে।’

(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :