ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ইলমা (৮ মাস)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

শুক্রবার ভোরে জেলার নবীনগর উপজেলার বগডহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর পিতা রবিউল জানান, তার স্ত্রী রুমা সকালে ঘুম থেকে ওঠার পর পরিবারের জন্য এলপি গ্যাসের চুলায় রান্না করছিলেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রুমা রান্না বসিয়ে ঘরের বাইরে টয়লেটে যান। হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। এতে আহত হয় ইলামসহ চারজন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলমার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া রবিউল ও তার অপর শিশু সন্তানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জানান, অগ্নিদগ্ধ হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :