প্রথমার্ধে শ্রীলঙ্কা ০, মালদ্বীপ ০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:১১ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭

প্রথমার্ধে গোল করতে পারল না কোনো দল। তাই গোলশূন্য সমতায় শেষ হলো ম্যাচের প্রথমার্ধ। সাফ সুজুকি কাপের ম্যাচে শুক্রবার মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

ম্যাচে অবশ্য বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মালদ্বীপ। ৬৪ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। ৩৬ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে শ্রীলঙ্কা। ম্যাচের ২২তম মিনিটে অবশ্য শ্রীলঙ্কা একবার মালদ্বীপের জালে বল জড়িয়েছিল। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

এর আগে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে আজ তাদের শেষ ম্যাচ। তাই সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে তাদের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে, মালদ্বীপ আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। আগামী ৯ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ।

‘এ’ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে ভুটান।

(ঢাকাটাইমস/৭ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :